ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-জাপানের নৌ মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
যুক্তরাষ্ট্র-জাপানের নৌ মহড়া শুরু

সিউল: কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মুহূর্তে জাপান ও যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বড় যৌথ নৌ মহড়া শুক্রবার শুরু হয়েছে। কিয়োদো সংবাদ সংস্থা এ কথা জানায়।



জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনায়াতে শুরু হওয়া মহড়ায় জাপানের প্রায় ৩৪ হাজার সেনা, ৪০টি যুদ্ধজাহাজ এবং ২৫০ টি বিমান অংশ নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১০ হাজার সেনা, ২০টি যুদ্ধ জাহাজ এবং ১৫০টি বিমান রয়েছে ‘ধারালো তলোয়ার’ নামে মহড়ায়।

মহড়া চলবে আগামি ১০ ডিসেম্বর পর্যন্ত। ওয়াশিংটন এবং টোকিও যৌথ মহড়া উপভোগ করতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে ২৩ নভেম্বর উত্তর কোরিয়ার গোলা হামলায় দু’জন বেসামরিক নাগরিক ও দু’জন নৌসেনা নিহত, ১৮ জন আহত হন। একইসঙ্গে ৩০টি বাড়িও বিধ্বস্ত হয়। এরপর কোরীয় উপদ্বীপে উত্তেজনা দেখা দেয়।

১৯৫০-৫৩ পর্যন্ত সংঘটিত কোরীয় যুদ্ধের পর দক্ষিণ কোরিয়ার বেসামরিক এলাকায় উত্তর কোরিয়ার এটাই প্রথম কোনো হামলার ঘটনা।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান স্বত্ত্বেও ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়াকে নিন্দা জানানো থেকে বিরত থাকে চীন। একইসঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য পশ্চিমা বিশ্বের কাছে আবেদন জানায় দেশটি।

কিন্তু এ আবেদন নাকচ করে ওয়াশিংটন, টোকিও এবং সিউল। একইসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনের নেতৃত্বে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে দেশ তিনটি।

এ বিষয়ে চীনের পরারষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াঙ্গ ইয়ু বলেন, ‘এ বৈঠকের দিকে আমরা গভীর মনোযোগ রাখবো। ’

‘কোরীয় দ্বীপপুঞ্জের পরিস্থিতি বর্তমানে ভয়াবহ জটিল ও স্পর্শকাতর। তাই এ বৈঠকের মধ্য দিয়ে উত্তেজনা কমে আসাসহ আলোচনার পরিবেশ তৈরি হবে বলে আমরা আশা করছি। ’

এদিকে সংঘাত এড়াতে একত্রে কাজ করার বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন বলে হিলারি কিনটন জানান।

তিনি বলেন, ‘এ অঞ্চল জুড়ে বিশেষত দক্ষিণ কোরিয়া ও জাপানের উপর তাৎক্ষণিক হুমকির পরিবেশ তৈরি করেছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি এর পরমাণু কর্মসূচি ও বিশ্বের বিভিন্ন প্রাপ্ত থেকে অস্ত্র আমদানি করার মধ্য দিয়ে সারা বিশ্বকে হুমকির মুখোমুখি করেছে। চীনের এ বিষয়গুলো বিবেচনা করা উচিত। ’

উল্লেখ্য, চলতি বছর জাপানের সঙ্গে চীনের জলসীমা বিষয়ক বিরোধের পরিপ্রেক্ষিতেই দীর্ঘ মেয়াদী এ মহড়ার আয়োজন করা হয়। একইসঙ্গে এ জলসীমা উত্তরাধিকারসূত্রে চীনের মালিকানাধীন বলে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে দেশটি।    



বাংলাদেশ সময়: ১৬২০ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।