ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছেলের বিয়ের জন্য আস্ত ট্রেন ভাড়া করলেন ভারতীয় এমপি!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
ছেলের বিয়ের জন্য আস্ত ট্রেন ভাড়া করলেন ভারতীয় এমপি!

কলকাতা: এমপির ছেলের বিয়ে বলে কথা! তাই একটা আস্ত ট্রেন ভাড়া করে ফেলেছেন ভারতের লোকসভার জনতাদল ইউনাইটেডের এমপি মিনা সিং।

উত্তর প্রদেশের কাইসারগঞ্জের সমাজবাদী পার্টির এমপি ব্রিজভূষণ শরণ সিং-এর মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে মিনা সিং-এর ছেলে বিশাল সিং-এর।

দুই বিত্তশালী পরিবারের মধ্যে বিয়ে। তাই ক্ষমতা আর টাকার জোর দেখাতেই হবে। কিন্তু তাই বলে ট্রেন!

মিনা সিং-এর স্বামী অজিত ছিলেন বিহারের এমপি, যেন তেন এমপি নন, যাকে বলে বাহুবলী এমপি। এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলে উপনির্বাচনে জেতেন মিনা।

মিনা সিং শুক্রবার নয়াদিল্লির রেলভবনে এসে ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি কাছে ট্রেন ভাড়ার কথা বলতেই সবিস্ময়ে মিনার দিকে তাকিয়ে থাকেন মমতা। কিছ্ক্ষুণ পর নিজেকে সামলে মমতা বলেন, ‘গোটা ট্রেন নাকি কয়েকটা বগি চাই?’ না, গোটা ট্রেনই চাই- বলেন মিনা। মমতা ভারতীয় রেলের কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত ব্যববস্থা করতে।

রেলভবন সূত্র জানায়, এ ধরনের ট্রেন ভাড়া করতে কমপক্ষে ১৫টি বগিসহ আস্ত একটা ট্রেন নিতে হয়। ভাড়া নির্ভর করে দূরত্বের উপরে।

বিশাল-এর বিয়ে আগামী ৩০ জানুয়ারি বিয়ে। তার আগেই বছরের শুরুতেই এই অভিনব চমকটি প্রথম রাউন্ডে জিতলেন মিনা সিং।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।