ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে সমর্থন পুনর্ব্যক্ত সারকোজির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে সমর্থন পুনর্ব্যক্ত সারকোজির

বাঙ্গালুর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। শনিবার ভারত সফরে এসে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।



ভারতের ব্যাঙ্গালুরের মহাকাশ গবেষণা উদ্ভাবন কেন্দ্রে সারকোজি বলেন, ‘ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ অর্জনের দাবি রাখে। ’ ওই কেন্দ্রের ৫০০ বিজ্ঞানী, ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে সারকোজি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট এসময় আরও বলেন, ‘ভারতের ১০০ কোটি জনগণের নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব না করা একটি অবিশ্বাস্য ঘটনা। ’

‘ভারতসহ ব্রাজিল, জার্মানি, জাপান, আফ্রিকা এবং আরবের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পাওয়া উচিত। ’

একইসঙ্গে দেশটির বেসামরিক পরমাণু কর্মসূচির উন্নয়নে ফ্রান্সের পূর্ণ সমর্থনের কথা জানান সারকোজি। তবে এতে প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি।

আইএসআরও’র বিজ্ঞানীদের উদ্দেশ্যে সারকোজি বলেন, ‘ফ্রান্স ভারতের বন্ধু। দূষণমুক্ত জ্বালানি ও পরমাণু শিল্পের উন্নয়নে আমরা দেশটির পাশে আছি। আমরা ভারতের পরমাণু বিচ্ছিন্নতা দূর করতে চাই। বেসামরিক পরমাণু শক্তিতে প্রবেশের ক্ষেত্রে ভারতের যোগ্যতা চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে দেশটির প্রতি অবিচার করা হয়েছে। ’

পরমাণু সরবরাহ দলের (এনএসজি) প্রার্থীতার জন্য ভারতের আবেদনকে সমর্থন করেন উল্লেখ করে সারকোজি আরও বলেন, ‘ভারত খুব দ্রুতই বহুমুখী সংস্থাটির পূর্ণ সদস্যপদ পেতে যাচ্ছে। ’

একইসঙ্গে ফ্রান্সের অ্যারেভা নামের একটি প্রতিষ্ঠান মহারাষ্ট্রের জাইতাপুরে পরমাণু স্থাপনা তৈরি করতে যাচ্ছে বলে সারকোজি জানান। এটি ১০ হাজার মেগাওয়াট বিশুদ্ধ জ্বালানি উৎপাদন করবে।

চার দিনের সফরে ভারতে আসা সারকোজি দেশটির সঙ্গে বড় ধরনের পরমাণু চুক্তিতে স্বাক্ষর করাসহ মহাকাশ ও বেসামরিক পরমাণু সহযোগিতার মত গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা করছেন।

ভারতে সারকোজির সফরসঙ্গী হয়েছেন তার গায়িকা-মডেল স্ত্রী কার্লা ব্রুনি এবং মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ উচ্চ পর্যায়ের কূটনীতিকরা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।