ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব জলবায়ু সম্মেলন: যোগ দিতে শুরু করেছেন মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
বিশ্ব জলবায়ু সম্মেলন: যোগ দিতে শুরু করেছেন মন্ত্রীরা

কানকুন: মেক্সিকোর কানকুন শহরে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে ব্যর্থতার ভূত তাড়া করে ফিরছে। ২০০৯ সালের কোপেনহাগেন সম্মেলনেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে আশঙ্কা অনেকের।



এরইমধ্যে বিশ্বের পরিবেশ মন্ত্রীরা কানকুন পৌঁছতে শুরু করেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর মন্ত্রী আরও চারদিনের দরকষাকষিতে যোগ দিতে যাচ্ছেন।

প্রতিনিধিরা জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে কাঠামোগত সম্মেলন (ইউএনএফসিসিসি)-এর ফলাফল নিয়েও অস্পষ্টতা তৈরি হচ্ছে।

ফ্রান্সের প্রতিনিধি ব্রাইস লালোঁদে বলেন, ‘আমরা কিছুটা শক্তিশালী ও মৌলিক অবস্থান নিয়ে শুরু করছি। ’ একে তিনি আপোসের মনোভাব বিবেচনা করেন।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের জলবায়ু নীতিসংক্রান্ত পরিচালক জানান, এতদিন পর্যন্ত বিভিন্ন দেশ তাদের নিজেদের চূড়ান্ত অবস্থান জানিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘আমরা চাই মন্ত্রীরা তৃতীয় পন্থায় সমাধান বের করুক। যা পরবর্তী বছর শক্তিশালী জলবায়ু চুক্তিতে গতি নিয়ে আসবে। ’ ইউএফসিসিসির ১৯৪টি পক্ষ পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আশা করা হচ্ছে, কানকুন সম্মেলন মানুষ সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও দরিদ্র ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য শত শত কোটি ডলার দেওয়ার প্রস্তৃতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।