ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাজমহল ঘুরে দেখলেন সারকোজি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
তাজমহল ঘুরে দেখলেন সারকোজি

নয়াদিল্লি: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি শনিবার বিকালে স্ত্রী কার্লা ব্রুনির সঙ্গে তাজমহল পরিদর্শনে গিয়েছিলেন। রোববার দিনশেষে তিনি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন।



চারদিনের সফরে শনিবার ভারতে আসা সারকোজি ওইদিন বিকালে স্ত্রীকে নিয়ে তাজমহলে যান। রাতে আগ্রার একটি হোটেলে অবস্থান করার পর রোববার সকালে আবারও তারা তাজমহল পরিদর্শনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ফাতেহপুর শিক্রি পরিদর্শনে যাওয়ার সম্ভবনাও আছে এ জুটির।

পরে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি। পরে দুই নেতা বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে।

এ সফরে সারকোজি ভারতের সঙ্গে বড় আকারের পরমাণু চুক্তি করাসহ মহাকাশ ও বেসামরিক পরমাণু সহযোগিতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা করছেন।

এদিকে সফরের প্রথম দিন শনিবার ব্যাঙ্গালুরের আইএসআরও কেন্দ্রে সারকোজি বলেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর বড় ভক্ত। একইসঙ্গে তিনি ভারতের শান্তি, উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।

একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও ভারতের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন সারকোজি।     
 
তিনি বলেন, ‘ভারত স্থায়ী সদস্য হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। ১০০ কোটি মানুষের নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব না করাটা অবিশ্বাস্য। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।