ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজস্ব ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
নিজস্ব ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করবে ইরান

তেহরান: ইরানের পরমাণু স্থাপনায় বিজ্ঞানীরা প্রথমবারের মত দেশে উৎপাদিত অপরিশোধিত ইউরেনিয়াম সরবরাহ করতে যাচ্ছেন। খুব শিগগিরই তা পরমাণু জ্বালানি তৈরিতে প্রক্রিয়াজাত করা হবে বলে দেশটির পরমাণু প্রধান জানান।



এর মধ্য দিয়ে পরমাণু সুবিধার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলো দেশটি। আরও আগেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা অর্জন করা দেশটি একদিন পরই বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। মূলত দেশটিকে এ প্রযুক্তি থেকে সরিয়ে আনারই আরেকটি উদ্যোগ এটি।

ইরানের দক্ষিণাংশের গাছিন ইউরেনিয়াম খনিতে অপরিশোধিত ইউরেনিয়াম উৎপাদিত হয়। পরবর্তীতে তা ইসফাহান পরমাণু ন্থাপনায় সরবরাহ করা হবে বলে পরমাণু প্রধান আলী আকবর সালেহী জানান।

একইসঙ্গে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল পুরো কাজটি তত্ত্বাবধান করবে বলেও রোববার সালেহী জানান।       

এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু মিত্র দেশের মাথা ব্যথার কারণে পরিণত হয়েছে। কারণ এ ইউরেনিয়াম একইসঙ্গে পরমাণু অস্ত্র তৈরিতেও কাজে লাগে। তবে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবেই শান্তিপূর্ণ বলে দাবি করে দেশটি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।