ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়া বিষয়ে চীনের সঙ্গে কথা বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
উ. কোরিয়া বিষয়ে চীনের সঙ্গে কথা বললেন ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার রাতে তার প্রতিদ্বন্দ্বী চীনের হু জিনতাওয়ের কাছে উত্তর কোরিয়ার উদ্দেশে ‘একটি স্পষ্ট বার্তা’ পাঠিয়েছেন। এ বার্তায় তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার উস্কানিমূলক গোলাবর্ষণ অগ্রহণযোগ্য।



সোমবার সকালে হোয়াইট হাউস জানায়, টেলিফোনে তিনি হু জিনতাওয়ের কাছে উত্তর কোরিয়া ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনার আহ্বান জানান।

হোয়াইট হাউস একটি বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট (বারাক ওবামা) উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ বন্ধ ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। এছাড়া দেশটির ছয় পক্ষের সঙ্গে যৌথ আলোচনার অঙ্গীকার পূরণেরও আহ্বান জানান তিনি। ’

উত্তর কোরিয়ার উস্কানিমূলক তৎপরতা অগ্রহণযোগ্য এই স্পষ্ট বার্তা সিউলের উদ্দেশে পাঠাতে ওবামা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে চীনকেও যোগ দেওয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের বৈঠককে কিছু আগেই এই টেলিফোন আলাপ হলো। এ আলোচনার আয়োজন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন। গত ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ভূখ- লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পীতসাগরে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু।

বাংলাদেশে সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।