ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-ফ্রান্সের মধ্যে শতকোটি ডলারের পরমাণু শক্তি চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
ভারত-ফ্রান্সের মধ্যে শতকোটি ডলারের পরমাণু শক্তি চুক্তি স্বাক্ষর

নয়াদিল্লি: দুটি পরমাণু শক্তি প্রকল্প নির্মাণের বিষয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।   সোমবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের ওই চুক্তি স্বাক্ষর হয়।



ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্যে নয়শ ৩০ কোটি ডলারের ওই চুক্তিতে স্বাক্ষর করেন।  

চুক্তির আওতায় ফ্রান্সের প্রধান পরমাণু শক্তি প্রতিষ্ঠান আরেভা এসএ ভারতের মহারাষ্ট্রের জয়েতাপুরে এক হাজার ৬৫০ মেঘাওয়ারে ক্ষমতা সম্পন্ন করে দুটি চুল্লি স্থাপন করবে।

ভারতের জ্বালানি সমস্যা সমাধানে ২০টি পরমাণু চুল্লি স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে এ চুক্তির আওতায় দুটি চুল্লি স্থাপন করা হবে।
 
বৈঠকে সারকোজি এবং মনমোহন পারস্পরিক নিরাপত্তা, বানিজ্য এবং বিনিয়োগের বিষয়েও আলোচনা করবে।

সারকোজি চার দিনের সফরে শনিবার ভারত আসেন। তার সঙ্গে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং অর্থমন্ত্রী এবং ৬০ জন ব্যবসায়িক নেতাও ভারত সফরে এসেছেন।

মঙ্গলবার ভারত ত্যাগের আগে সারকোজি  ভারতের অর্থনৈতিক এবং বিনোদন নগরী মুম্বাই সফর করবেন।

বাংলাদেশ সময়: ১২৩০ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।