ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৪০

পেশোয়ার: দুইজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকার সরকারি অফিস চত্বরে সোমবার বিস্ফোরণ ঘটালে অন্তত ৪০ জন নিহত হয়। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

খবর রয়টার্সের।

ওই এলাকার শীর্ষ সরকারি কর্মকর্তা আমজাদ আলি খান টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আপাত দৃষ্টিতে এটাকে আত্মঘাতি হামলাই মনে হচ্ছে। আমি হতাহত ব্যক্তির সঠিক সংখ্যা জানি না। ’ ধারণা করা হচ্ছে আমজাদকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘সেখানে বোমা হামলাকারী ছিল। তারা পায়ে হেঁটে এখানে আসে। প্রথমজন আমার একজন ডেপুটির অফিস লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর আরেকজন বিস্ফোরণ ঘটাতে গেলে প্রহরীরা তাকে ধরে ফেলে। ‘

পাকিস্তানের ওই সীমান্ত অঞ্চলের নাম মহমান্দ। এ আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি নিয়ন্ত্রণ নেই।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।