ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জলবায়ু আলোচনায় এখনো আশা আছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
জলবায়ু আলোচনায় এখনো আশা আছে

কানকুন: মেক্সিকোর কানকুনে জলবায়ু সম্মেলনে সোমবার কিছুটা অগ্রগতি হওয়ায় প্রতিনিধিরা আশায় বুক বেঁধেছেন। তবে কিয়োটো প্রটোকলের ভবিষ্যৎ নিয়ে বিতর্কে চলমান সমঝোতা আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।



ক্যারিবীয় প্রমোদ শহর কানকুনে আয়োজিত ১৯৪ জাতির অংশ নেওয়া এ সম্মেলন থেকে সাধারণ বক্তব্য চূড়ান্ত করার চেষ্টা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পৃথিবীর দীর্ঘমেয়াদি এ কার্যক্রমে গত মঙ্গলবার প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন। এখনো আশা সুরক্ষিত অবস্থায় আছে।

আয়োজক মেক্সিকো ও জাতিসংঘ গত কোপেনহাগেন সম্মেলনের হতাশার ব্যাপারে বেশ সচেতন। আর বিভিন্ন দেশ থেকে বাসা রাষ্ট্র ও সরকার প্রধানদের তাদের আশা ধরে রাখার আহ্বান জানিয়েছেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, ‘প্রয়োজনের নতুন সংবেদনশীলতা থেকে আমাদের কাজ এগিয়ে নিতে হবে। আমি আশাবাদী, আমরা আগামী দুই দিনে খুব দ্রুতই সামনে এগিয়ে যাবো। ‘

জলবায়ু সম্মেলনের অন্যতম আলোচক ও বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, কানকুনের প্রথম সপ্তাহের নিম্ন পর্যায়ের প্রতিনিধিদের আলোচনা যথেষ্ট না।

ইউরোপীয় ইউয়িনের কমিশনার কোনি হেডেগার্ড বলেন, ‘টেবিলে পড়ে থাকা কথাগুলো চুক্তিতে রূপাান্তর করতে প্রস্তুত নয় মন্ত্রীরা। ‘

তিনি বলেন, ‘কানকুনে একটি মজবুত ও ভারসাম্যপূর্ণ ফলাফলে পৌঁছতে হবে। তবে এ জন্য আমাদের আলোচনার গতি বাড়াতে হবে। আমরা আলোচনার জন্য এসেছি, জাতীয় অবস্থান ব্যাখ্যার জন্য নয়। ‘

কোপেনহাগেন চুক্তির একটি এখানে আবারও নিশ্চিত করতে হবে। চুক্তির অংশটি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে বেঁধে রাখতে সবাইকে শিল্প খাতে কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।