ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাদ্দামের ফাঁসির সময়কার তথ্য ফাঁস করেছে উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
সাদ্দামের ফাঁসির সময়কার তথ্য ফাঁস করেছে উইকিলিকস

বাগদাদ: নতুন করে ফাঁস করা নথিতে উইকিলিকস কর্তৃপক্ষ ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার সময়কার চিত্র বিস্তারিত তুলে ধরেছে।

২০০৬ সালের ডিসেম্বরে সাদ্দামের মৃত্যুদণ্ড ঘটনা মোবাইল ফোনে ধারণ করা ভিডিওচিত্র প্রকাশ পেলে তা আন্তর্জাতিক পরিসরে বিতর্কের জন্ম দেয়।

এতে দেখা যায়, প্রত্যক্ষদর্শীরা তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগ মুহূর্তে তাকে উদ্দেশ্য করে কটুক্তি করছেন।

এই বিতর্ক চলার সময় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জালমেয় খালিলজাদ ফাঁস হওয়া তথ্য সম্পর্কে মন্তব্য করেন যে, সাদ্দাম হোসেনের সমর্থকরা মৃত্যুদণ্ড কার্যকর করার ধরন নিয়ে তীব্র নিন্দা জানাতে পারত।

২০০৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাঠানো নথি ও গোপন আরও দলিল থেকে জানা যায়, ইরাকি ডেপুটি আইনজীবী মনকিত আল-ফারুন খালিলজাদের সঙ্গে একটি বৈঠকে বলেন, একজন প্রহরী মৃত্যুদণ্ড কার্যকর করার মঞ্চে নেওয়ার সময় সাদ্দামকে ‘জাহান্নামে যাও’ বলে গালি দেয়।

পরবর্তীকালে ফারুক জানায় যে, সাদ্দামের ফাঁসি কার্যকর করার সময় তিনি ইরাকি কর্মকর্তাদের প্রকাশ্যে মোবাইল ফোনের মাধ্যমে স্থিরচিত্র বা ভিডিওচিত্র ধারণ করতে দেখেন। যদিও এগুলো সেখানে নিষিদ্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।