ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাল্টিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র-ন্যাটোর পরিকল্পনা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
বাল্টিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র-ন্যাটোর পরিকল্পনা ফাঁস

লন্ডন: বাল্টিক দেশগুলোকে রক্ষার জন্য বিদ্যমান কৌশল আরও বিস্তৃত করার মার্কিন-ন্যাটো পরিকল্পনার কথা জানা গেছে। এতে পোল্যান্ডসহ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াকে রক্ষার পরিকল্পনার কথা জানা যায়।



সম্প্রতি উইকিলিকসের ফাঁস করা এবং গার্ডিয়ানে প্রকাশ হওয়া মার্কিন গোপন নথি সূত্রে এ তথ্য জানা যায়। তবে শত শত গোপন দলিল ফাঁসের ঘটনায় ুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক এ দলিলে জানা যায় যে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন একটি গোপন তারবার্তায় স্বাক্ষর করেন। এতে তিনি বাল্টিক অঞ্চলের দেশগুলোসহ পোল্যান্ডকে রক্ষার জন্য বিদ্যমান পরিকল্পনা বিস্তৃত করার অনুরোধ করেন মিত্র ন্যাটো বাহিনীকে।

একইসঙ্গে এধরনের সেনা পরিকল্পনার কথা প্রকাশ্যে আলোচনা না করার আবেদনও জানানো হয়। কেননা তা অপ্রয়োজনীয়ভাবে ন্যাটো-রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হয়।  

পোলিশ সংবাদপত্র গেজেটা ওয়াইবোরকজা’র বরাত দিয়ে গার্ডিয়ান এসব তথ্য জানায়।

এদিকে ব্রাসেলে মার্কিন-ন্যাটো মিশনের ফাঁস করা তথ্যে জানা যায় যে ইউরোপের সর্বোচ্চ কমান্ডার মার্কিন অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিস জানুয়ারিতে পোল্যান্ডসহ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াকে রক্ষার জন্য বিদ্যমান পরিকল্পনা বিস্তৃত করার প্রস্তাব করেন। এ পরিকল্পনা ‘ঈগল গার্ডিয়ান’ নামে পরিচিত ছিলো।  
এ তারবার্তায় বলা হয়, ‘নীরব প্রক্রিয়ার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেওয়া হয়। ’
অপর একটি তারবার্তায় অঞ্চলের জন্য নতুন এ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় মার্কিন দূতাবাসকে। একইসঙ্গে এ প্রকল্প গোপন রাখার কথাও বলা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনের স্বাক্ষর সম্বলিত এ বার্তায় বলা হয়, ‘ঈগল গার্ডিয়ানের বিস্তৃতি মূলত ন্যাটোর বিদ্যমান অঞ্চল ভিত্তিক পরিকল্পনার বিস্তৃতিরই একটি পদক্ষেপ। ’
এদিকে শত শত মার্কিন গোপন নথি প্রকাশের দায়ে উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে যুক্তরাজ্য ও সুইস কর্তৃপক্ষ। একইসঙ্গে সুইজাল্যান্ডের পোস্ট অফিস ব্যাংক ‘পোস্টফিন্যান্স’ এ থাকা অ্যাসাঞ্জের অ্যাকাউন্টও বন্ধ করে দেয়।
এদিকে ইংল্যান্ডের কোথাও লুকিয়ে থাকা অ্যাসাঞ্জ ব্রিটিশ পুলিশের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বলে তার আইনজীবী জানান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।