ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস সম্পাদক আসাঞ্জের পক্ষে নোয়াম চমস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
উইকিলিকস সম্পাদক আসাঞ্জের পক্ষে নোয়াম চমস্কি

সিডনি: বিখ্যাত মার্কিন বুদ্ধিজীবী, ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে সমর্থনের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়ান গিলার্ডের কাছে পাঠানো একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে গিলার্ডকে তিনি এ বিষয়ে সবল বিবৃতি দেওয়ার জন্যও বলেন।



ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) প্রফেসর ও মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচক নোয়াম চমস্কি আসাঞ্জের পক্ষে দাঁড়িয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন আইনজীবী, লেখক ও সাংবাদিকরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

চিঠিতে লেখা রয়েছে, ক্রমবর্ধমান সহিংস বিতর্ক অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত আসাঞ্জের লক্ষ্য করে শুরু হয়েছে। স্বাক্ষরকারীরা বলেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতার নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার এবিসি সংবাদপত্রের প্রকাশিত চিঠিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে আমরা আপনাকে এর নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। এতে আশঙ্কা করা হয়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে শারীরিক নির্যাতন চালানো হবে। এছাড়া আসাঞ্জ যেন ন্যায়বিচার ও নিরাপত্তা পায় এ নিয়ে জুলিয়া গিলার্ডকে জনসম্মুখে ঘোষণা দিতে হবে। ব্যক্তি বা রাষ্ট্রের তরফ থেকে যে কোনো ধরনের বেআইনী হুমকির নিরাপত্তা দিতে তাকে। ’

ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেফ স্প্যারো ও মানবাধিকারকর্মী আইনজীবী লিজি ও’শি স্বাক্ষর।

চিঠিতে আসাঞ্জকে আইনী সহায়তা জন্যও গিলার্ডদের উদ্দেশে আহ্বান জানানো হয়। বলা হয়.‘আপনার ক্ষমতা বলে আপনি অ্যাসাঞ্জের জন্য স্বচ্ছ আইনী প্রক্রিয়া নিশ্চিত করবেন। ’

চিঠিতে বলা হয়, ‘আপনার একটি বিবৃতি বিতর্ক তুলবে না। কারণ এটাই গণতান্ত্রিক মূল্যবোধের মূলনীতি ও আইনে শাসন। ’

অস্ট্রেলিয়ার অভারল্যান্ড সাহিত্য সাময়িকীর সম্পাদক স্প্যারো বার্তাসংস্থা এএফপিকে জানান, কয়েকজন আমন্ত্রণ জানানোর পরই ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, ‘চমস্কি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। হয়ত কেউ হয়ত তার কাছে এই খবর দিয়েছিলো। ’

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।