ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোনিয়া ‘ত্যাগের আলোকশিখা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
সোনিয়া ‘ত্যাগের আলোকশিখা’

চেন্নাই: তামিল নাড়ু  রাজ্যের মুখ্য মন্ত্রী এম করুনানিধি বলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি হচ্ছেন ‘ত্যাগের আলোকশিখা’। তামিল নাড়ুর জনগণ গান্ধি তথা নেহেরু পরিবারকে গভীরভাবে ভালবাসে।

সোনিয়ার ৬৫তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

সোনিয়ার কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় করুনানিধি বলেন, ‘আপনি জাতিকে ত্যাগের আলোকশিখায় উদভাসিত করেছেন। জাতিকে সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন।   তামিল নাড়–র জনগণ আপনাকে এবং নেহেরু পরিবারকে গভীরভাবে ভালবাসে এবং শ্রদ্ধা করে। ’

তিনি বলেন, সোনিয়া জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে। তার দক্ষ নেতৃত্বে ইউপিএ সরকার দক্ষ সরকারে ভ’মিকা পালন করছে। তিনি দক্ষতার সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করছেন। জনগণ এ কারণে তার ওপর আস্থা রাখে।

বাংলাদেশ সময়: ২০১৭ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।