ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিক্ষার্থীদের রোষের মুখে প্রিন্স চালর্স ও ক্যামিলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
শিক্ষার্থীদের রোষের মুখে প্রিন্স চালর্স ও ক্যামিলা

লন্ডন: প্রিন্স চালর্স ও তার স্ত্রী ক্যামিলা লন্ডনে শিক্ষার্থীদের রোষের মুখে পড়েছিলেন। বৃহস্পতিবার বেলা শেষে তাদের গাড়ি বিক্ষোভকারীদের হামলার শিকার হয়।

তবে পুলিশের সাহায্যে নিরাপদেই ওই এলাকা থেকে সরে যেতে সক্ষম হন তারা। রাজ পরিবারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এসময় রাজকীয় এ দম্পতি মঞ্চ নাটক দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানগেছে। শিক্ষার্থীরা তাদের গাড়ি আক্রমণ করাসহ এতে রঙ্গ ছুঁড়ে মারেন। একইসঙ্গে তারা গাড়ির জানালা ভাঙ্গারও চেষ্টা করেন বলে সূত্রে জানাযায়।

কারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, ‘মহামান্য যুবরাজ ও তার স্ত্রীর গাড়িতে হামলার বিষয়টি আমরা নিশ্চিত করছি। লন্ডনের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিক্ষোভকারীদের রোষের শিকার হন তারা। তবে তারা অক্ষত আছেন। ’

উল্লেখ্য, ইংল্যান্ডের সংসদ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় লন্ডনে ব্যাপক বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ২০১২ শিক্ষাবর্ষ থেকে এ ফি কার্যকর হওয়ার কথা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।