ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যেসব দেশ নোবেল পুরস্কার অনুষ্ঠানে থাকছে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
যেসব দেশ নোবেল পুরস্কার অনুষ্ঠানে থাকছে না

অসলো: চীনসহ প্রায় ২০টি দেশ নরওয়ের নোবেল কমিটির শুক্রবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকছে না। অনুষ্ঠানে না নেওয়া দেশগুলো চীনের লিউ জিয়াওবোকে নোবেল পুরস্কার দেওয়ার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে।

খবর এএফপির।

অংশ না নেওয়া দেশগুলো চীনের ঘনিষ্ঠ মিত্র। এগুলো হচ্ছে, আফগানিস্তান, আলজেরিয়া, চীন, কলম্বিয়া, কিউবা, মিশর, ইরাক, ইরান, কাজাখস্তান, মরক্কো, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।

৫৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণতন্ত্রপন্থী জিয়াওবো এ মুহূর্তে চীনের কারাগারে ১১ বছরের সাজা ভোগ করছেন। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে চীনের আদালত তাকে ২০০৯ সালে এ সাজা দেন। চার্টার ০৮ ইশতেহারের সহলেখক জিয়াওবো দেশে ভেতরে গণতান্ত্রিক, অর্থনৈতিক সংস্কারের দাবি তোলেন। চীনে একদলীয় শাসনের অবসানেরও দাবি জানান তিনি। চার্টার ০৮ ইশতেহারে চীনের ৩৫০ জন লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক স্বাক্ষর করেন। লিউর স্ত্রী অ্যাক্টিভিস্ট লিউ সিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এ কারণ সিয়া নোবেল পুরস্কার অনুষ্ঠানে থাকতে পারছেন না। এমনকি জিয়াওবোর অনেক বন্ধুর বিরুদ্ধেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউক্রেন প্রথমে অনুষ্ঠান নিজেকে প্রত্যাহার করে নেয়। তবে নোবেল ইনস্টিটিউটের পরিচালক গেইর লুন্ডেস্টাড বৃহস্পতিবার জানিয়েছেন, কিয়েভ তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। অনুষ্ঠানে ইউক্রেন আসবে।

সার্বিয়াও প্রথম অনুষ্ঠানে না থাকতে চেয়ে পরে প্রতিনিধি পাঠাবে বলে জানিয়েছে। লুন্ডেস্টাড জানান, তিনি ভেবেছিলেন ফিলিপাইন থাকবে। তবে ম্যানিলা থাকবে না বলে জানিয়েছে।

আর্জেন্টিনা বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনা আসবে না। তবে প্রতিনিধি পাঠাতে পারে। ’

গত মাসে চীনের সঙ্গে ৮৫০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা রাশিয়া আনুষ্ঠানিকভাবে বেইজিং থাকলে মস্কো থাকবে বলে জানিয়ে দিয়েছে।

অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার চীনের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এছাড়া ইরাক, ইরান সৌদি আরব চীনকে তেল সরবরাহ করে।

অসলোয় নিযুক্ত ৬৫টি দূতাবাসের বেশিরভাগই অংশ নেবে নোবেল পুরস্কার অনুষ্ঠানে। এর মধ্যে জাপানও রয়েছে। চীনের সঙ্গে জাপানের ভূখ- নিয়ে বিবাদ আছে।

উত্থানশীল অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া অনুষ্ঠানে থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।