ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ৫০ কেজি হেরোইন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
শ্রীলঙ্কায় ৫০ কেজি হেরোইন আটক

কলম্বো: শ্রীলঙ্কার পুলিশ শুক্রবার ৫০ কেজি হেরোইন আটক করেছে। এ সময় পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।



এ হেরোইনের অর্থমূল্য ১০ লাখ মার্কিন ডলার।

পুলিশের মুখপাত্র প্রিয়ানথা জয়াকোদি জানান, আলু কনটেইনারে এই হেরোইন রাখা ছিল। কলম্বোর একটি বন্দর থেকে তা আটক করা হয়।

মাদকদ্রব্য আটকের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে শ্রীলঙ্কার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে। তবে পুলিশের মাদকদ্রব্য ব্যুরো জানায়, ভারত ও পাকিস্তান থেকে সমুদ্রপথে একটি উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন চোরাচালানি হয়ে শ্রীলঙ্কায় আসে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।