ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ আবার প্রার্থী হতে চান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ আবার প্রার্থী হতে চান

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তার মেয়াদ শেষে আবার নির্বাচনে দাঁড়াতে চান। ২০১২ সালে তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হবে।

ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। খবর এনডিটিভি-র।

ক্রেমলিনের অর্থনীতিবিষয়ক কর্মকর্তা আরকাডি ডেভরকোভিচ বিবিসি-র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘যে কেউ চোখ-কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে, মেদভেদেভ কী করতে চাইছেন। তিনি চান, দ্বিতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হবেন। ’

ডেভরকোভিচ বলেন, ‘মেদভেদেভ যে প্রেসিডেন্ট, তা তিনি কোনোভাবেই দেখাতে চাইছেন না। ’

তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট মেদভেদেভ ইস্যুটি নিয়ে প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। কারণ, উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ’

সম্প্রতি, ভিটিএসআইওএম সংস্থা পরিচালিত এক জরিপে দেখা গেছে, এখন নির্বাচন দিলে মেদভেদেভের জেতার সম্ভাবনা কম।

বাংলাদেশ সময়: ০৪:৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।