ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলা: নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

কান্দাহার: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে শুক্রবার এক বোমা হামলায় শিশুসহ ১৫জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করা হচ্ছে।

একজন প্রাদেশিক মুখপাত্র একথা জানান।

প্রাদেশিক মুখপাত্র দাউদ আহমাদি এএফপিকে বলেন, ‘শুক্রবার বিকেলে একটি ট্রাক খায়েরাবাদ গ্রাম থেকে খানশেন জেলার হেলমান্দ প্রদেশের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকের উপর একটি ঘরে তৈরি বোমা নিক্ষেপ করলে ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও চারজন আহত হয়। ’

আহমাদি বলেন ‘আফগানিস্তানের শত্রুরা’ ‘বর্বরোচিত’ হামলা করেছে।

জাতিসংঘ জানায় ২০১০ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে বৃদ্ধি পাওয়া সংঘর্ষে প্রায় ১২৭১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১২ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।