ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া ২৭টি স্থানে উন্মুক্ত গোলাগুলির মহড়া চালাবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
দক্ষিণ কোরিয়া ২৭টি স্থানে উন্মুক্ত গোলাগুলির মহড়া চালাবে

সিউল: কোরীয় উপদ্বীপের ২৭টি উপত্যাকায় উন্মুক্ত গোলাগুলির মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া। রোববার কর্মকর্তারা একথা জানান।

 

দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর প্রধানের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, একযোগে ২৭ টি স্থানে ডিসেম্বরের ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মহড়া চলবে। তবে পীত সাগরে বির্তকিত উত্তর কোরিয়ার জলসীমায় মহড়া চালানো হবে না।

দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী দ্বীপে গতসপ্তাহে উন্মুক্ত গোলাগুলির মহড়া চালানোর কথা ছিলো। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।

উত্তর কোরিয়া এ মহড়াকে ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেছে। তাদের অভিযোগ দক্ষিণ কোরিয়ার সেনা প্রস্তুতি যুদ্ধকেই আহবান জানাচ্ছে।  

১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর গত ২৩ নভেম্বর বড় ধরনের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় উত্তর কোরিয়ার গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার দুই নৌ সেনা ও  দুইজন বেসামরিক নাগরিক  নিহত হন।

হামলার ঘটনার পর দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া চালিয়েছে। এই ঘটনার দুই কোরিয়াসহ পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ঘণ্টা, ডিসেম্বর ১২,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।