ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় মহিলা ও বৃদ্ধসহ ১৭জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। নিহতরা কল্যাণভাতার চেক সংগ্রহের জন্য একত্রিত হয়েছিলেন।

কর্তৃপক্ষ একথা জানান।  

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, নিহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।  

কর্তৃপক্ষ জানান, আনবার প্রদেশের রাজধানী রামাদির কাউন্সিল ভবনের বাইবে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়।

আনবার প্রদেশের ডেপুটি গভর্ণর সাডোন অবিড জানান, বিস্ফোরণের পর কাউন্সিল কার্যালয়ে গিয়ে অনেক লোকজনকে মাটিতে আহত এবং মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এর মধ্যে দুইজন মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখাগেছে। তাদের গোটা শরীর পুরে গেছে।

অবিদ জানান, ট্রাফিক জ্যামের মধ্যে একটি গাড়িতে থাকা আত্মঘাতী হামলাকারী ওই হামলাটি চালিয়েছে। গাড়িটি কাউন্সিল ভবনের ২০০ মিটার দূরে ছিলো।

কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে হামলার জন্য আলকায়দাকে দায়ী করেছে।

পুলিশ পরে কিছু দূর থেকে একটি বোমা উদ্ধার করেন। তাবে এটি নিরাপদে নিস্কৃয় করা হয়।

এদিকে আনবার কাউন্সিলের চেয়ারম্যান জসিম মুহাম্মদ আল হালবুসি জানান, হামলায় কমপক্ষে ৮জন নিহত ও ১২জন আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ হাসপাতালে আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

তবে অবিদ জানান হামলায় কমপক্ষে ৫৭ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।