ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানকুন চুক্তিকে স্বাগত জানালেন নাওতো কান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
কানকুন চুক্তিকে স্বাগত জানালেন নাওতো কান

টোকিও: জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় কানকুনে জলবায়ু পরিবর্তন সম্মেলনের চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান।

সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা একমত হয়েছে।



জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার কান বলেন, দুই সপ্তাহের কানকুন সম্মেলন নতুন তহবিল গঠনে অর্থ  সংগ্রহ করার বিষয়ে চুক্তি করার মধ্য দিয়ে শেষ হয়েছে। এটা খুব বড় ফলাফল বলে উল্লেখ করেন তিনি।

চুক্তিটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় পদক্ষেপ হিসেবে আখ্যাদেন কান।

এদিকে বিশ্বের ৭০ শতাংশ গ্যাস নির্গমন জড়িত নয় বলে  কান কিয়োতো প্রটোকলকে সঠিক নয় উল্লেখ করেন এবং এর বিরোধিতা করেন।

তবে চীন কিয়োতো প্রটোকলের সমর্থন করেন। ১৯৯৭ সালে চুক্তির মাধ্যমে বিশ্বের ধনী দেশগুলোর কার্বন নির্গমণ কমানোর বিষয়টি উল্লেখ করা হয়। চুক্তিটির মেয়াদ ২০১২ সালে শেষ হবে।

কানকুন চুক্তিতে কিয়োতো প্রটোকল নতুন করে প্রয়োগ করার জন্য সব দেশকে বলা হয়েছে। তবে কোনো দেশকে এই চুক্তি বাস্তবায়নের জন্য চাপ দেওয়া হয়নি।

জাপানের ব্যবসায়িক ফেডারেশনের নেতা হারোমাসা ইয়নকুরা কানকুন চুক্তিকে স্বাগত জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।