ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিরোধী দল নির্বাচন বর্জন করায় মোবারকের দুঃখপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
বিরোধী দল নির্বাচন বর্জন করায় মোবারকের দুঃখপ্রকাশ

কায়রো: বিরোধী দল নির্বাচন বর্জন করায় দুঃখপ্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট হুসনি মোবারক। তিনি বলেন, আমি চাই সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করুক।



ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক দলের (এনডিটি) নবনির্বাচিক সাংসদদের উদ্দ্যেশ্যে রোববার ভাষণ দেওয়ার সময় রোববার মোবারক দুঃখপ্রকাশ করেন। তার ভাষণ সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়।

মোবারব বলেন, দলের প্রধান হিসেবে আমার দলের সকল প্রার্থীর সাফল্যে আমি খুবই খুশি। আমি খুবই আনন্দিত। কিন্তু আমি চাই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে ভালো ফলাফল করুক।

নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক দল(এনডিটি) সংসদের ৫০৮টি আসনের মধ্যে ৪২০টি আসনে জয় পেয়েছে।
গত ২৮ নভেম্বর এবং ৫ ডিসেম্বর নির্বান অনুষ্ঠিত হয়।

দেশটির প্রধান বিরোধীদল মুসলিম ব্রাদারহুড ২০০৫ সালের নির্বাচনে সংসদে ৫টি আসন পায়। এবছর প্রথম দফার নির্বাচনে একটি আসনও পায় নি তারা। পরে নির্বাচনে কারচুপির অভিযোগ করে তারা নির্বাচন বর্জন করে।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৭০টি আসন পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।