ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট পুনর্গণনার আহ্বান হাইতির রাষ্ট্রদূতদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
ভোট পুনর্গণনার আহ্বান হাইতির রাষ্ট্রদূতদের

পোর্ট-অ-প্রিন্স: হাইতিতে গত মাসে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনি ফলাফলের যথার্থতা যাচাইয়ের জন্য সে দেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা বিশেষ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

একটি যৌথ বিবৃতিতে রাষ্ট্রদূতরা জানান, ‘বিশ্বস্ত নির্বাচনি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য আইনী সব পদক্ষেপ নিতে হবে।

এই কারণে যে, চূড়ান্ত ফলাফল হাইতির ভোটারদের ইচ্ছারই প্রতিফলন। ’

তারা বিশেষভাবে অস্থায়ী নির্বাচনি পরিষদের একটি প্রস্তাবে সর্মথন করেছেন। এতে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার জন্য একটি বিশেষ কমিশন গঠনের আহ্বান জানান।

গত সপ্তাহে হাইতিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট রেনে প্রেভালের অনুগ্রহভাজনদের হস্তক্ষেপে নির্বাচন নিখুঁত হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ রয়েছে। নির্বাচনে বিরোধী দল সাত হাজার ভোটে পরাজিত হয়।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।