ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেন আমি জুলিয়ান অ্যাসাঞ্জকে সমর্থন করি

জেমাইমা খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
কেন আমি জুলিয়ান অ্যাসাঞ্জকে সমর্থন করি

কেন আমি এমন একজনের জামিনের প্রস্তাব পেয়েছি যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে এবং যাকে কখনো দেখিইনি? আমি যখন জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে আদালতে গিয়েছি আমার মাও আমাকে একই প্রশ্ন করেছিলেন।

অ্যাসাঞ্জের গ্রেপ্তারের কথা পত্রিকায় দেখার পর আমি তার আইনজীবি মার্ক স্টিফেনসকে তাৎক্ষণিকভাবে একটি ই-মেইল পাঠিয়েছিলাম।

তিনিও তৎক্ষণাৎ আমাকে উত্তর দিলেন এবং জানালেন আমি এক ঘণ্টার মধ্যে অ্যাসাঞ্জের জন্য নিশ্চয়তা প্রদানকারী হিসেবে ভূমিকা পালন করতে আদালতে যেতে প্রস্তুত আছি কি না। আমি সবচেয়ে বেশি ভয় পেলাম গণমাধ্যমের কথা ভেবে। কিন্তু স্টিফেনস আমাকে রাজি করিয়ে নিলেন।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনো অভিযোগই এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সুইস আইনজীবিরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণই পাননি। আমি যখন আদালতে  অভিযোগটি পড়ে দেখলাম আমার কাছে সেটি খুব হালকা মনে হয়েছে। যদিও আমি পুরো বিষয়টি জানি না। এমনকি অ্যাসাঞ্জকেও আমি জানি না। আমি পুরো বিষয়টি জানতে চাইলাম। আমার মনে হয়েছে পুরোনো একটি বিষয়কে টেনে আনার পেছনে হয়তো কোনো উদ্দেশ্য আছে। উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনাকে অন্যরূপ দিতেই হয়তো এই মামলাটি পুনরুজ্জীবিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র নিজেদের দেশের বাক-স্বাধীনতার জন্য গর্বিত। মাত্র গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছে যে, আগামী বছর স্বাধীন সাংবাদিকতার জন্য যুক্তরাষ্ট্রকে পুরস্কৃত করবে ইউনেস্কো।

অথচ তথ্য ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছে তারা। যিনি কি না একটি অলাভজনক রাষ্ট্রহীন গণমাধ্যমে সংস্থার সম্পাদক। উইকিলিকসের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সব কিছুই করা হয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়া।

উইকিলিকস একটি নতুন ধরনের অনুসন্ধানী সাংবাদিকতার প্রচলন করেছে। উইকিলিকস আমাদের দেখিয়েছে আমরা ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ নিয়ে কত মিথ্যা জেনেছি। অ্যাসাঞ্জ নিজেই বলেছেন, ভালো সাংবাদিকতা বিতর্ক তৈরি করবেই।

তথ্য ফাঁস না হলে প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগে বাধ্য হতেন না। আমরা আবু গারিব কারাগারে বন্দীদের খবর জানতে পারতাম না। ড্যানিয়েল এলসবার্গ বলেছেন, তিনি ভিয়েতনাম যুদ্ধের পর যখন পেন্টাগনের তথ্য প্রকাশ করেছিলেন তাকেও একইভাবে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। তার বিরুদ্ধে তখন চুরির অভিযোগ আনা হয়েছিল।

যদি উইকিলিকস একটি সন্ত্রাসী সংগঠন হয় এবং জুলিয়ান অ্যাসাঞ্জকে দোষী প্রমাণ করা হয় তবে অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যত সর্বত্রই বিপজ্জনক বলেই ধরে নিতে হবে। গার্ডিয়ান থেকে ইষৎ সংক্ষিপ্ত অনুবাদ।

জেমাইমা খান: বিশ্বখ্যাত পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের সাবেক স্ত্রী

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৬ ঘণ্টা, ১৩ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।