ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরিকোস্টকে শাস্তি দেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
আইভরিকোস্টকে শাস্তি দেবে ইইউ

ব্রাসেলস: নির্বাচনে জয়ী হওয়ার পরও আইভরিকোস্টের নেতা লরেন্ট গোবাগবো প্রতিপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় আইভরিকোস্টের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।
 
ব্রাসেলসে ২৭-জাতির রাষ্ট্রদূত সমর্থিত একটি বিবৃতিতে সোমবার বলা হয়, ‘কোনো দেরি না করেই আমরা আইভরিকোস্টের বিপক্ষে কড়াকড়ি পদক্ষেপ নিতে যাচ্ছি।

’ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রীদের স্বাক্ষর করার কথা রয়েছে।

একটি কূটনৈতিক সূত্রে জানা যায়, ‘শান্তিতে বাধা সৃষ্টি এবং নির্বাচনের ফলাফল প্রকাশ না করার কারণে এই শাস্তি দেওয়া হবে। যা সাধারণ মানুষকে সচেতন করবে। ’

উল্লেখ্য, গত মাসে আইভরিকোস্টে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন গোবাগবো এবং তাদের দীর্ঘদিনের শত্রু অ্যালাসেন ওয়াতারা উভয়ই জয়ী দাবি করছে। এই প্রেক্ষিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আয়োজনে ২৮ নভেম্বরের নির্বাচনে ওয়াতারার দল বিজয়ী হয়। কিন্তু এরপরও গোবাগবো আইভরি সেনাবাহিনী এবং দক্ষিণ পোতাশ্রয়ের ক্ষমতা ধরে রাখে।

এরপর আফ্রিকান ইউনিয়ন গত সপ্তাহে আইভরি কোস্টকে পদচ্যুত করে। জাতিসংঘও এ বিষয়ে আইভরি কোস্টকে সতর্ক করে দেয়।

এদিকে ৫৩ জাতির শান্তি এবং নিরাপত্তা (পিস অ্যান্ড সিকিউরিটি) সংস্থার কমিশনার রামতানে লামামরা বলেছেন, ‘যতদিন পর্যন্ত নির্বাচিত অ্যালাসেন ওয়াতারা ক্ষমতা গ্রহণ না করতে পারবে ততদিন পর্যন্ত আইভরিকোস্টের বরখাস্তকরণ বহাল থাকবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৯ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।