ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের রাজবন্দীদের মুক্তির আহবান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
মিয়ানমারের রাজবন্দীদের মুক্তির আহবান জাতিসংঘের

জেনেভা: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ সোমবার মিয়ানমারের জান্তা সরকারের প্রতি সে দেশের রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন। দেশটিতে প্রায় ২২০০ রাজনীতিক বন্দী অবস্থায় রয়েছেন।



গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির গৃহবন্দী থেকে মুক্তির একমাস পর জাতিসংঘের টমাস ওজেয়া কুইনতানা এই আহবান জানান।

বুধবার বন্দী ইউ নাইমিন্দা (৫০) বৌদ্ধ ভিু নিহত হন।   মানবাধিকার বিশেষজ্ঞ কুইনতানা এক বিবৃতিতে বলেন, ‘ওই ভিক্ষু ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত যতো ভিক্ষু নিহত হয়েছে, তার মধ্যে তিনি ১৪৫তম। ’

তিনি আরও বলেন, বন্দীদের মধ্যে কমপক্ষে ২২০০ জন বন্দী অপুষ্টিসহ নানা মারাত্মক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত।

মিয়ানমারের জান্তা সরকার গত ৭ নভেম্বর নির্বাচনের আগে কিছু রাজবন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা তা করেননি।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জান্তা সরকার সমর্থিত দল জয় লাভ করেছে । যদিও এই নির্বাচন আন্তর্জাতিক স্তরে ব্যাপক সমালোচিত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।