ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
পদত্যাগ করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী

পোর্ট মরেসবি: পাপুয়া নিউগিনির প্রবীণ প্রধানমন্ত্রী মাইকেল সোমারে তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার কার্যালয় থেকে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানানো হয়।



কর্মক্ষেত্রে অসদাচরণের জন্য সামরিক আদালতের মুখোমুখি হতে হচ্ছে তাকে। আর এ কারণেই সরে দাঁড়ালেন।

পাপুয়া নিউগিনি একটি দ্বীপরাষ্ট্র যা ৩৫ বছর আগে স্বাধীন হয়েছে। আর ১৬ বছর ধরে মাইকেল সোমারে এই দেশের নেতৃত্ব দিয়েছেন। ১৯৯০-এর দশকে বেশ কয়েকটি আর্থিক হিসাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে মামলা হয়।

সোমারে স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি সেচ্ছায় পদত্যাগ করেছেন। তার অনুপস্থিতিতে স্যাম অ্যাবাল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪১ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।