ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১০ সালের ১০টি ব্যতিক্রমী ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
২০১০ সালের ১০টি ব্যতিক্রমী ঘটনা

প্যারিস: বছর জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তবে কিছু ব্যতিক্রমী ঘটনাও গণমাধ্যমে বেশ সাড়া ফেলে।

২০১০ সালে ঘটে যাওয়া এরকম ১০টি ঘটনা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হলো। এএফপি অবলম্বনে।

১.
কোপেনহেগেনের একটি বাস কোম্পানি তাদের ১০৩টি যানবাহনে দুটি করে  ‘ভালবাসা আসন’ (লাভ সিট) সংরক্ষণের ব্যবস্থা করেছে। এই দুটি সিট লাল রঙের কাপড়ে মোড়ানো থাকবে এবং এতে ভালবাসার চিহ্ণ আঁকা থাকবে। জুটিদের পাশাপাশি যদি কেউ বাসে উঠে প্রথম দেখাতেই প্রেমে পড়ে তারাও ব্যবহার করতে পারবে ঐ আসন দুটি।

২.
ফুটবল বিশ্বকাপে ভবিষ্যদ্বানী করে বিখ্যাত হয় অক্টোপাস পল। নিজের অ্যাকুরিয়াম প্রতিষ্ঠানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকাহত হয় পুরো বিশ্ব।

৩.
কমনওয়েলথ গেমসে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য দিল্লিতে নিয়োগ করা হয় বিশাল এক বানর বাহিনী।

৪.
কুয়েতে একজন পার্লামেন্ট সদস্য ওই দেশের বিপুল সংখ্যক অবিবাহিত নারীর সংখ্যা কমাতে পুরুষদের জন্য দ্বিতীয় বিয়ের প্রচলনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

৫.
সাংহাইতে কুকুরের বংশবৃদ্ধি রোধে একজন মানুষের জন্য একটি কুকুর নীতি গ্রহণ করা হয়।

৬.
একজন রেডিও উপস্থাপক রসিকতা করে রানী দ্বিতীয় এলিজাবেথকে মৃত ঘোষণা করার ঘটনার প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করে বিবিসি।

৭.
একজন ব্রিটিশ নারী ইন্টারনেট বিদ্বেষী প্রচারণা শুরু করেন। কারণ একটি বিড়ালকে নোংরা ডাস্টবিনে ফেলার দৃশ্যটি কেউ একজন ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এরপর ওই নারীর ৪০০ মার্কিন ডলার জরিমানা হয়।

৮.
মোজাম্বিকে একজন কয়েদি দীর্ঘদিন আটকে থাকার পর মুক্তি পেলেও তিনি আবার জেলে ফেরত গেছেন। কারণ, বাইরের জীবন তার পছন্দ হয়নি।

৯.
বৈদ্যুতিক শর্ট সার্কিটে দু’পা হারানো একজন ব্যক্তি সাফল্যের সঙ্গে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

১০.
বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টাইন চার্চিল এর জন্য তৈরি করা এক পাটি দাঁত ২৮ হাজার ডলারে এক নিলামে বিক্রি হয়। এগুলো ‘জীবন রক্ষাকারী দাঁত’ নামে পরিচিত।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৩ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।