ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের জামিনের বিরুদ্ধে সুইডিশ আইনজীবীদের আপিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
অ্যাসাঞ্জের জামিনের বিরুদ্ধে সুইডিশ আইনজীবীদের আপিল

লন্ডন: জামিন মঞ্জুর হলেও এখনই মুক্তি পাচ্ছেন না উইকিলিস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। একটি ধর্ষণ মামলায় ব্রিটিশ আদালত অ্যাসাঞ্জকে জামিন দিলেও মঙ্গলবার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন সুইডিশ আইনজীবীরা।



ফলে বুধবারও তিনি জেলের ভেতরে আছেন। আগামী দুদিন তাকে এভাবেই থাকতে হবে।

জামিন রায়ের দুই ঘণ্টা পর সুইডিশ আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ফলে মামলাটি এখন ব্রিটেনের হাইকোর্টে চলে গেল। জামিনের রায় হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই হাইকোর্টে তার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় পর্যন্ত তাকে জেলের ভেতরেই থাকতে হবে।

উল্লেখ্য, গ্রেপ্তারের একসপ্তাহ পর লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার অ্যাসাঞ্জকে শর্ত সাপেক্ষে জামিন দেন।

এই সিদ্ধান্ত শুনে অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেন বলেন, ‘এটি সত্যিকারের একটি লোক দেখানো শুনানি হবে। ’ এসময় অ্যাসাঞ্জ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে অবস্থান করছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।