ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশেষ ক্ষমতা পেতে যাচ্ছেন হুগো শাভেজ

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
বিশেষ ক্ষমতা পেতে যাচ্ছেন হুগো শাভেজ

কারাকাস: ভেনিজুয়েলার আইনপ্রণেতারা দেশটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রপতি হুগো শাভেজকে আইনপরিষদের সাময়িক ক্ষমতা দেওয়ার চিন্তা করছেন। এ সংক্রান্ত বিল পাসের জন্য চলতি সপ্তাহের শেষে একটি নির্বাচনের আয়োজন করা হবে বলে জানা গেছে।

যদিও তার প্রতিপক্ষরা আশংকা করছে এর মাধ্যমে তাকে আরও ক্ষমতাবানই করা হবে।

মঙ্গলবার দেশটির এক কক্ষবিশিষ্ট আইনসভায় ক্ষমতাসীন দলকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও দেশজুড়ে ১৩ লাখ বন্যা কবলিত মানুষকে সাহায্য করার জন্য আনুষ্ঠানিক আবেদন জানানো হয়।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে চলা স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চল তলিয়ে গেছে। বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে, গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

এদিকে, এই বিলটি পাশ হলে সরকার অর্থ, গৃহায়ণ ও পূর্নগঠন, নিরাপত্তা, সামরিক, সামাজিক বিষয়, আর্ন্তজাতিক সাহায্য, গ্রাম ও শহর পরিকল্পনা এবং জলসীমাতেও তাদের আইন প্রণয়ন করতে পারবে।

আইনজীবীদের সভাপতি এলিয়াস হাউয়া বলেন, ‘শোচনীয় এই সমস্যা মোকাবেলায় সরকারকে এক বছরের জন্য এই ক্ষমতা দেওয়া হবে। সংবিধানেও সরকারের এই বিশেষ ক্ষমতা দেওয়ার অনুমোদন আছে। ’

এদিকে, বিরোধী দলের সদস্যরা সভাকক্ষের বাইরে এই বিলটি বাতিলের দাবিতে বিক্ষোভ করছিল। তারা একে শ্যাভেজের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া ছাড়া কিছুই মনে করে না বলে জানায়।

বন্যায় চরম ক্ষতিগ্রস্থ এলাকা মিরান্ডার গভর্নর, প্রতিপক্ষ দলের রাজনৈতিক হেনরিক ক্যাপরিলেস জানান, ‘যদি বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এই ক্ষমতা দেওয়া হয় তাহলে এ মাধ্যমে সাধারণ মানুষসহ যারা ক্ষমতাসীন দলকে ভোট দিয়েছে তাদের সবাইকে উপহাস করা হবে। ’

উল্লেখ্য, শ্যাভেজ ১৯৯৯ সালে ক্ষমতা গ্রহণ করেন। এর মধ্যে আইনপ্রণেতারা তাকে ২০০০, ২০০১ এবং ২০০৮ সালে বিশেষ ক্ষমতা দেয় যার মাধ্যমে শাভেজ ১০০টি নতুন আইন প্রণয়ন করেন।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৩ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।