ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন মেয়রের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
মার্কিন মেয়রের মৃতদেহ উদ্ধার

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়স রাজ্যের মেয়র নিহত হয়েছেন। মঙ্গলবার ইলিনয়েসের রাজধানী ¯িপ্রংফিল্ডের মেয়র টিম ডাভলিনের মৃতদেহ পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানাগেছে।



নিহতের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে সিনহুয়া জানায়।

তবে ডাভলিন (৫৩) তার নিজের গুলির আঘাতে মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানালেও পুলিশ এখনও বিষয়টি নিশ্চত করেনি।

২০০৩ সালের এপ্রিল থেকে মেয়রের দায়িত্ব পালন করা ডাভলিনের একটি মামলার জন্য মঙ্গলবার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিলো। তার প্রয়াত এক বোনের সঙ্গে জমিজমা বিষয়ক একটি মামলা আদালতে মুলতবি ছিলো।

দুই মেয়াদে মেয়র পদে ক্ষমতায় থাকা এ ডেমোক্রেট গত মাসে ২০১১ সালে তৃতীয় ও চতুর্থ মেয়াদে আর প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।