ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোমে দাঙ্গায় আহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

রোম: ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ক্ষমতা থেকে অপসারন এবং সরকারের শিক্ষা বাজেটের বিরুদ্ধে রোমে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার পুলিশ এবং বিক্ষোভকারীদের দাঙ্গায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন।

দেশটির গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে।

রোমের কেন্দ্রে বিক্ষোভকারীরা বেশকিছু দোকানের জানালা গুড়িয়ে দেয় এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাংচুর করে। দুই পক্ষের সংর্ঘষে আহত ২২ জন বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৭ জন পুলিশের কর্মকর্তাও দাঙ্গায় আহত হন।

ইতালির পার্লামেন্টে আস্থা ভোট কেন্দ্র করে বিক্ষোভের শুরু হয়। মঙ্গলবারের আস্থা ভোটে মাত্র তিন ভোটের ব্যবধানে ভবিষ্যত প্রধানমন্ত্রীর পদে জয়ী হন ক্ষমতাসীন বর্তমান প্রধানমন্ত্রী বালুসকোনি।

ছাত্ররা শান্তিপূর্ণ ভাবে রাজধানীর রাস্তায় মিছিলের অনুমতি নেয়। পরে ছোট কিছু দল পুলিশের বেস্টনি ভেঙ্গে ফেলার চেষ্টা করে এবং বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের দাঙ্গা বেধে যায়।

এর আগে নভেম্বর মাসে শিক্ষা নীতি সংস্কারের পর ছাত্ররা বেশ কিছু বিখ্যাত স্থাপনা ভেঙ্গে ফেলে।

এদিকে বিরোধী দলও সরকারের শিক্ষা নীতির সমালোচনা করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।