ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে টেলিকম কেলেঙ্কারিতে তদবিরকারীর বাড়ি তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

নয়াদিল্লি: ভারতে টেলিকম খাতে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার একজন রাজনৈতিক তদকারীর বাড়ি এবং অফিসে তল্লাসি চালিয়েছে পুলিশ।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন(সিবিআই) জানিয়েছে, নয়াদিল্লিতে তদবিরকারী নীরা রাদিয়া এবং টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রদীপ বৈজালের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ।



লাভজনক ভিত্তিতে অবৈধভাবে মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার অভিযোগ রয়েছে রাদিয়ার বিরুদ্ধে।

২০০৯ সালে পুলিশ রাদিয়ার টেলিফোন টেপ করে। তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজার সঙ্গে মোবাইলের লাইসেন্স প্রদান নিয়ে রাদিয়ার কথোপকথন রেকর্ড করা হয়।

এ রাজা গত মাসে পদত্যাগ করেন। সরকারি কোষাগার থেকে ৪০ বিলিয়ন ডলার ক্ষতি করে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কম মূল্যে মোবাইলের লাইসেন্স দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সম্প্রতি টেলিযোগাযোগ সেক্টরে দুর্নীতির ঘটনায় বিরোধীদলের তোপের মুখে পড়েছিল মনমোহন সিংয়ের সরকার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৭ ঘণ্টা, ১৫ ডিসেম্বর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।