ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনী সংকট: আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা হাইতির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

পোর্ট-অ-প্রিন্স: হাইতিতে নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করেছেন প্রেসিডেন্ট রেনে প্রেভাল।

ভূমিকম্প এবং কলেরায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৮ নভেম্বরের নির্বাচনের ভোট পুনর্গণনা এবং চলমান সংকট থেকে উত্তরণে ওয়াশিংটনভিত্তিক অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস-এর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন প্রেভাল।



নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ রয়েছে বিরোধী সব দলের। প্রেভালের বিরুদ্ধে প্রেভালের পছন্দের প্রার্থী জুডি কিস্টিনকে সহায়তা করার অভিযোগ রয়েছে। হাইতির জনপ্রিয় গায়ক মিশেল মার্টলিকে ৭০০০ ভোটে পরাজিত হবার খবর প্রচারের পর এ অভিযোগ আরও তীব্র হয়।

প্রাদেশিক নির্বাচন কাউন্সিল (সিইপি) তিনজন প্রধান প্রার্থীর উপস্থিতিতে পুনরায় ভোট গণনার ঘোষণা দেন। কিন্তু অপর দুই প্রধান প্রার্থী মার্টলি এবং ম্যানিগেট এ প্রস্তাব প্রত্যাখান করেন। তারা ১৮ জন প্রার্থীর সমন্বয়ে পুনরায় নির্বাচন দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ১৫ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।