ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ বাধলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
যুদ্ধ বাধলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উ. কোরিয়ার

সিউল: দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরেকটি যুদ্ধ সংঘটিত হলে সেখানে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে বলে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি ওয়েবসাইটে শুক্রবার এ কথা প্রকাশ করা হয়।



এতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার বেপরোয়া যুদ্ধনীতির কারণে কোরীয় উপদ্বীপে যুদ্ধ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। বলা হয়, লড়াই শুরু হলে তা পরমাণু যুদ্ধে পরিণত হবে।

উত্তর কোরিয়া ঘনঘনই দাবি করে পরমাণু যুদ্ধ আসন্ন। তবে গত ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং সীমান্তে উত্তর কোরিয়ায় গোলা নিক্ষেপ করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ ঘটনায় দুই নৌকর্মকর্তা ও দুইজন বেসামরিক লোক নিহত হয়।

গত মাসে দণি কোরিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালু করার পর দুই দেশের আঞ্চলিক নিরাপত্তা ভীতি আরও বৃদ্ধি পায়।

উত্তর কোরিয়ার রোদং সিনমুন সংবাদপত্রে শুক্রবার একটি পৃথক মন্তব্যে বলা হয়, উপদ্বীপটি পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম স্থান।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।