ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন অংশীদারিত্ব চুক্তিতে রাশিয়া ও ইইউ’র অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
নতুন অংশীদারিত্ব চুক্তিতে রাশিয়া ও ইইউ’র অগ্রগতি

মস্কো: রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি বিষয়ক আলোচনা নতুন গতি পেয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার এ তথ্য জানানো হয়েছে।



রাজনৈতিক আলোচনা, পররাষ্ট্র বিষয়ক নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা চুক্তির বিষয়ে দেশ দুটি সম্মত হয়। ১২তম আলোচনার মধ্য দিয়ে দেশ দুটি এ সাফল্য পায় বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘২০১১ সালের ফেব্রুয়ারির শুরুতেই আমরা ১৩তম আলোচনার বিষয়ে সম্মত হয়েছি। ’

রাশিয়া ও ইইউ ২০০৫ সালে ১৯৯৪ সালের পার্টনারশীপ অ্যান্ড কোপারেশন অগ্রিমেন্ট (পিসিএ) নবায়নের বিষয়ে সম্মত হয়। মূলত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমন্নোতির কারণে ১৯৯৪ সালের চুক্তি বর্তমানে অচল হয়ে গিয়েছে বলে মত দেয় দেশ দুটি।

এর পরিপ্রেক্ষিতেই মূলত ২০০৮ সালের জুনে আনুষ্ঠানিকভাবে রাশিয়া-ইইউ আলোচনা আবার নতুন করে শুরু হয়। কিন্তু আগস্টে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে সংঘর্ষের কারণে তা বাতিল হয়ে যায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।