ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি সোনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি সোনিয়ার

নয়াদিল্লি: রাষ্ট্র ক্ষমতায় কংগ্রেসের ৮৩ বছর উদযাপন অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, দুর্নীতির হলে কোনো আপোষ করা হবে না।

আর আমাদের তা নিশ্চিত করতে হবে। খবর এনডিটিভির।
 
সোনিয়া প্রশ্ন তুলেন, ‘আমরা মন্ত্রীকে পদত্যগে বাধ্য করেছি। বিজেপি কি তা পারবে?’

সোনিয়া প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পক্ষ নিয়ে বিরোধীদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একজন সৎ এবং সন্মানিত ব্যক্তি। বিরোধীরা তাকে বিতর্কিত করছে। তাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করছে। আমি বলতে চাই দল তার সঙ্গে আছে। তাকে পূর্ণ সমর্থন দিবে। ’

তিনি বলেন, ‘চ্যালেঞ্জের মোকাবেলা করতে কংগ্রেসকে মূল্যবোধ ও এর দুর্বলতাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দলের অনেক উত্থান পতনে ঘটেছে। অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। আমরা আমাদের অতীত ঐতিহ্যকে স্বরণ করতে চাই।

সোনিয়া আরও বলেন, ‘আমরা এখানে এসেছি শুধু দলের অতীত ঐতিহ্যকে তুলে ধরতে না। আমরা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।