ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হুমকি সত্বেও গোপন দলিল ফাঁস করার অঙ্গীকার অ্যাসাঞ্জের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
হুমকি সত্বেও গোপন দলিল ফাঁস করার অঙ্গীকার অ্যাসাঞ্জের

ইলিংহাম: উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গোপন দলিল ফাঁস করে দেওয়ার কাজ চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাকে তথ্য প্রকাশ ও তহবিলের ওপর নিয়ন্ত্রণের হুমকি স্বত্বেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।



অ্যাসাঞ্জ তৃতীয় দিনের মতো তার বন্ধুর বাড়িতে নজরবন্দি অবস্থায় রয়েছেন। স্পর্শকাতর মার্কিন কূটনৈতিক গোপন নথি তার বার্তার মাধ্যমে প্রকাশে অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান অ্যসাঞ্জ।

শনিবার অ্যাসাঞ্জ আমেরিকার সবচেয়ে বড় ব্যাংক, ব্যাংক অব আমেরিকার সমালোচনা করেছেন।   প্রতিষ্ঠানটি উইকিলিকসের আর্থিক লেনদেনের মাধ্যম ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল স্থগিত ও তহবিল জব্দ করেছে।
 
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অর্থ -নীতির বাইরে উইকিলিকস কাজ করছিল বলেই সাময়িক সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে অ্যাসাঞ্জ ফোবস পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেন, আগামী বছর শুরুর দিকে  উইকিলিকস মার্কিন বড় ব্যাংকগুলোর গোপন তথ্য ফাঁস করতে যাচ্ছেন ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।