ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভর্তুকি কমিয়ে দেওয়ায় ইরানের রাস্তায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
ভর্তুকি কমিয়ে দেওয়ায় ইরানের রাস্তায় বিক্ষোভ

তেহরান: ইরান সরকার শনিবার খাদ্য এবং জ্বালানির ওপর ভর্তুকি কমিয়ে দেওয়ায় রোববার রাস্তায় বিক্ষোভ করছে ুব্ধ জনতা। তাদের নিয়ন্ত্রণ করতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।


 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরান এবং ভালিসার স্কয়ারসহ পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। সেখানে প্রচুর পুলিশ উপস্থিত ছিলেন।  

এর আগে ২০০৭ সালে সরকার নতুন গ্যাস ব্যবস্থা চালু এবং ভতুর্কি কমানোর পর বিুব্ধ জনতা বেশ কিছু গ্যাস স্টেশন জ্বালিয়ে দেয়।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ শনিবার দিনের শেষে ওই ভর্তুকি কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। শনিবার মধ্যরাত থেকে ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

ওই সিদ্ধান্ত বির্তকিত পরমাণু কর্মসূচি ও জাতিসংঘের ৪র্থ দফা অবরোধ আরোপের প্রভাব বলে মনে করা হচ্ছে।

ইরান বার্ষিক  ১০০ বিলিয়ন ডলার ভতুর্কি দেওয়ার কথা বললেও বিশেষজ্ঞরা ধারণা করছেন এ পরিমান ৩০ বিলিয়ন ডলারের বেশি হবে না।

নতুন নিয়মে জনগণকে ১ লিটার গ্যাসের জন্য ৪০ সেন্ট দিতে হবে। এর আগে দিতে হতো মাত্র ১০ সেন্ট।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।