ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি হাওয়ার্ডের জীবনাবসান

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি হাওয়ার্ডের জীবনাবসান

লন্ডন: ব্রিটেনের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক অ্যান্থনি হওয়ের্ড (৭৬) আর নেই। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি লন্ডনের একটি হাসপাতালে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



চার দশকেরও বেশি সময় ধরে তিনি লন্ডনের প্রধান প্রধান সংবাদপত্রে কাজ করেছেন। এর মধ্যে সাপ্তাহিক অবজারভার এর সম্পাদক, দ্য টাইমসের শোকসংবাদ বিষয়ক সংবাদের সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি গার্ডিয়ান এবং সানডে টাইমসেও দীর্ঘদিন লেখালেখি করেছেন।

এছাড়াও সত্তরের দশকের কয়েক বছর তিনি নিউ স্টেটসম্যানের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তবে সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বিশেষ করে এ বছরের সাধারণ নির্বাচনী প্রচারণায় তার রাজনৈতিক চিন্তাধারা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

এদিকে, প্রধাণমন্ত্রী ডেভিড ক্যামেরুন তার মৃত্যুতে শোক প্রদর্শন করে বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন ভাল জ্ঞানী এবং বুদ্ধিমান বিশ্লেষক হারালো। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪৭ ঘণ্টা , ২০ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।