ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে শক্তিশালী ভূমিকম্প: নিহত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
ইরানে শক্তিশালী ভূমিকম্প: নিহত ৭, আহত শতাধিক

তেহরান: দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানে সোমবার রাতে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। বার্তা সংস্থা মেহের মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।



বার্তা সংস্থাটি তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগকে জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানের হোসাইনবাদে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় ২২ বার কম্পন অনুভূত হয়।

কেরমানের গভর্নর বলেন, ‘সাহারাজ গ্রামসহ আশেপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসাবশেষ থেকে সাতটি মৃতদেহ এবং শতাধিক আহত মানুষকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ’

কেরমান প্রদেশের দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের প্রধান মুহসেন সালেহি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনাকে জানান, ‘ভূমিকম্পের ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণসামগ্রী পৌছাতে সমস্যা হচ্ছে। ’

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে ইরানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৩১,০০০ লোক নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৩৭ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।