ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তান মঙ্গলবার পরমাণু বহনে সক্ষম মধ্যপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

খবর এএফপির।

সামরিক বাহিনী জানায়, ঘৌরি হাতফ-৫ নামক এ ক্ষেপণাস্ত্র প্রথাগত পরমাণু অস্ত্র ও ওয়্যারহেড বহন করে তা ১৩০০ কিলোমিটার দূরত্বে নিক্ষেপ করতে সক্ষম।

দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান ১৯৯৮ সাল থেকে নিয়মিতই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।

পাকিস্তানে মুসলিম বিজয়ী যোদ্ধাদের নামানুসারে স্বল্পপাল্লা, মধ্যপাল্লা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৯ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।