ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোনো সভ্য রাষ্ট্র সন্ত্রাসী লুকিয়ে রাখতে পারে না: মেদভেদেভ

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
কোনো সভ্য রাষ্ট্র সন্ত্রাসী লুকিয়ে রাখতে পারে না: মেদভেদেভ

নয়াদিল্লি: ভারত সফররত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মঙ্গলবার বলেন, কোনো সভ্য দেশ সন্ত্রাসীদের লুকিয়ে রাখতে পারে না। ’

উল্লেখ্য, মেদভেদেভ এ মুহূর্তে ভারত সফরে রয়েছেন।

তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে এক যুগ্ম সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেদভেদেভ আরও বলেন, ‘সন্ত্রাসীরা আসলে অপরাধী। তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যারা এই সন্ত্রাসীদের লুকিয়ে রাখে তারা মূলত নিজেদের অপরাধকেই গোপন করতে চায়। নাগরিক আইন খর্ব করে কোনো আধুনিক সভ্য জাতি সন্ত্রাসীদের লুকিয়ে রাখতে পারে না। এদের কেউ শাস্তির মাধ্যমে দমন করা উচিত। ’

তিনি আইএএনএস এর এক প্রশ্নের জবাবে বলেন, ভারত সীমান্তের ওপার সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। এই হুমকিকে রাশিয়া এবং ভারত একত্রে মোকাবেলা করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগিতা খোলামেলা এবং ফলপ্রসূ। আমরা এই সহযোগিতাকে আরও শক্তিশালী করতে আগ্রহী। ’

এদিকে মনমোহন সিং বলেন, ‘ভারত এবং রাশিয়া দুটি দেশই সন্ত্রাসী হামলার শিকার। তাই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এজন্য আমাদের মধ্যে তথ্য এবং মেধার বিনিময় করতে হবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৬ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।