ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে যৌতুকের গাড়ি না পাওয়ায় স্ত্রী হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
পাকিস্তানে যৌতুকের গাড়ি না পাওয়ায় স্ত্রী হত্যা!

ইসলামাবাদ: পাকিস্তানের লাহোরের কাছে মুরিদকে অঞ্চলে যৌতুকের গাড়ি না দেওয়ায় এক নারীকে বিয়ের দুই দিন পরেই হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।



শুমাইলা নামের ঐ নারীর পরিবার মঙ্গলবার পুলিশকে এ বিষযে একটি অভিযোগ (এফআইআর) দাখিল করে।

এদিকে, হত্যার কথা অস্বীকার করেছে মেয়েটির স্বামী সাজিদ। ঘটনাটিকে ডাকাতি বলে ধামাচাপা দিতে স্ত্রীকে হত্যার পর সাজিদ নিজের পায়েও গুলি করে বলে অভিযোগ রয়েছে।

সাজিদের অভিযোগ, তার স্ত্রী ব্যভিচারের সঙ্গে জড়িত ছিল।

তবে নিহত শুমাইলার ভাই জানান, বিয়ের সময় যৌতুক হিসেবে গাড়ি দাবি করেছিল সাজিদ। তাকে একটি মোটরসাইকেল দেওয়া হলে সে গাড়ির জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে।

গাড়ি না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাজিদ এ হত্যাকা- ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সাজিদের দুই ভাই আবিদ এবং আসগর এ হত্যায় সহযোগী হিসেবে ছিল বলে ধারণা করছে পুলিশ। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২১ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।