ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই সফরে মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
মুম্বাই সফরে মেদভেদেভ

মুম্বাই: ভারতে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বুধবার ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাই যাচ্ছেন। ভারত ত্যাগের আগে মেদভেদেভর প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন ও ছাত্রদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।



দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং বাণিজ্যের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে সোমবার রাতে ভারত পৌঁছেছেন মেদভেদেভ।

এদিকে সম্ভাব্য হামলার হুমকির পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ে মেদভেদেবের সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারতের গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছে, বিদেশি অতিথিদের ওপর জঙ্গি হামলা হতে পারে।

মঙ্গলবার নয়াদিল্লিতে মেদভেদেভ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করেছেন। এ সফরে উভয় পক্ষ ২০১৫ সালের মধ্যে ভারতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক চুক্তি করেছেন।  

জুলাই মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পর, গত ছয় সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র পর ভারত সফরে এসেছেন মেদভেদেভ।



বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।