ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কৃষিখাতে রেকর্ড পরিমান উৎপাদণ

তীর্থঙ্কর ঘোষ, নয়াদিল্লি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

নয়াদিল্লি: ভারতের কৃষিসহ অন্যান্য খাতে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মৌসুমে রেকর্ড পরিমান ৪ দশমিক ৪ শতাংশ উৎপাদণ হয়েছে।

দ্রুত বিকাশমান জনসংখ্যা এবং ভূমির উপর ক্রমাগত চাপ, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ, প্রকৃতির অস্বাভাবিক পরিস্থিতি সত্ত্বেও কৃষি মন্ত্রণালয়ের কৌশল ছিলো উচ্চ মাত্রার বিনিয়োগ বাড়ানো, প্রাকৃতিক উপায়ে উৎপাদনের মধ্যকার ব্যবধান কমানো, বীজ, সার ও অর্থের পর্যাপ্ত সরবরাহ, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা, তেলবীজ এবং ডালজাতীয় শস্যের প্রতি বিশেষ নজর দেওয়া, সর্বনিম্ন ভতুর্কি মূল্যের উল্লেখ্যযোগ্য বৃদ্ধি এবং কৃষিখাতে জিডিপির পরিমাণ কমে যাওয়ার প্রবণতা কমানোর জন্য সংস্কার পদক্ষেপের সময়সীমা বাড়ানো।

 

চলতি বছরের এপ্রিলে ভারতের সরকার রাজ্যের বিভিন্ন অঞ্চল নিয়ে মুখ্যমন্ত্রীর একটি কেন্দ্রীয় দল তৈরি করে। এ দলের মূল কাজ ছিলো কৃষি খাতের উন্নয়নের জন্য সুপারিশ দেওয়া।

প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর নেতৃত্বে গঠিত দলটি তিনটি কার্যকরা দল গঠন করে কৃষি উৎপাদন, খাদ্য ও বন্টন এবং ভোগ বিষয়ে বিভিন্ন তথ্য সরবরাহ করবে। একইসঙ্গে বাণিজ্য ও শিল্প মন্ত্রীদের পরিষদও কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার জন্য আরেকটি উপদল গঠন করবে। এরইমধ্যে এসব ধারণার বাস্তবায়ন ও প্রয়োগের কৌশলও শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।