ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন গুপ্তচরের মুক্তির আহ্বান জানাবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
মার্কিন গুপ্তচরের মুক্তির আহ্বান জানাবেন নেতানিয়াহু

জেরুজালেম: অভিযুক্ত মার্কিন গুপ্তচরকে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর বিষয়ে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন।



মার্কিন গুপ্তচর জোনাথন পোলার্ডের লেখা চিঠি পাওয়ার একদিন পরই এ সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, ‘পোলার্ডের ব্যক্তিগত অনুরোধ মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন এবং সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পোলার্ডের মুক্তির জন্য আনুষ্ঠানিক ও সরকারিভাবে আবেদন জানাবেন।  

মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক পোলার্ডকে ১৯৮৫ সালে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হন। ১৯৮৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরইমধ্যে তিনি ২৫ বছর সাজা ভোগ করেছেন।      

মূলত চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহু ও তার প্রতিনিধি দলের ধারাবাহিক আলোচনা ও চুক্তির পরই এ সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী বলেন, ‘পোলার্ড যেন আবারও তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এ কারণেই তার মুক্তির বিষয়ে আমি দৃঢ় সংকল্পবদ্ধ থাকবো। ’

এর আগে সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব লরেন্স কর্ব ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আসেন এবং পোলার্ডকে মুক্ত করার জন্য ইসরায়েলকে আরও কার্যকর পদক্ষেপ নিতে উন্মুক্ত প্রচার চালানোর আহ্বান করেন।

পোলার্ডকে গ্রেপ্তারের সময় কর্ব প্রতিরক্ষামন্ত্রী ক্যাসপার ওয়েনবার্জারের অধীনে কাজ করতেন।

কর্বসহ পোলার্ডের স্ত্রী এস্থার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এস্থার পোলার্ড তার স্বামীর পাঠানো চিঠিটি পড়ে শোনান এবং নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন।

২০০২ সালে নেতানিয়াহু এমনকি কারাগারে পোলার্ডের সঙ্গে সাক্ষাৎ করতেও যান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫১ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।