ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্লাদিমির পুতিনের জুডো, জুডোর ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
ভ্লাদিমির পুতিনের জুডো, জুডোর ভ্লাদিমির পুতিন

রাশিয়া: বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই। তবে জুডোকে এখনও ধরে রেখেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

জুডোয় ব্ল্যাক বেল্টধারী প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার মুষ্টিযুদ্ধের মহড়ার এক অধিবেশনে দীর্ঘদিনের জুডো প্রশিক্ষক বিভিন্ন কৌশল শেখাচ্ছিলেন। খবর রয়টার্সের।

পুতিনের জন্মস্থান সেন্টপিটার্সবার্গে একটি খেলার ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রতিপক্ষের সঙ্গে জুডো খেলার একপর্যায়ে তার প্রশিক্ষক আনাতলি রাখলিন নানা রকম উপদেশ দিচ্ছিলেন। যেমন, ‘আপনার কোমর ওপরে তুলে রাখুন’ ইত্যাদি।

পনের বছর ধরে তিনি পুতিনকে জুডো এবং সাম্বু প্রশিক্ষণ দিয়ে আসছেন।

তিনি পুতিনকে বলেন, ‘আমি আজ আপনার কৌশল দেখছি, তবে বাম হাতকে আরও কাজে লাগাতে হবে। ’ রাখলিন বলেন, ‘সর্বোপরি ভ্লাদিমির দারুণ সব কৌশল জানেন। ’

এ সময় পুতিন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকোর কাছে অলিম্পিকের খেলা হিসেবে সাম্বোর অনুমোদনের ব্যাপারে জানতে চান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৪ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।