ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সবচেয়ে ওয়েব-আসক্ত দেশ কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
সবচেয়ে ওয়েব-আসক্ত দেশ কানাডা

টরন্টো: বিশ্বের যে কোনো দেশের তুলনায় কানাডার মানুষ সবচেয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করে কাটায়। ফেসবুক অ্যাকাউন্টের দিক থেকে ভারত প্রায় তাদের কাছাকাছি অবস্থায় রয়েছে।



বিখ্যাত অনলাইন পরিমাপকারী সেবাসংস্থা কমস্কোর-এর তথ্যানুযায়ী কানাডীয় ইন্টারনেট ব্যবহারকারীরা গড়ে প্রতিমাসে ২৫০০ মিনিটের বেশি সময় লগ ইন করে থাকে। ইসরায়েলে এ অংকটা ২৩০০ মিনিট। খুব কম দেশেই লগ ইনের সময় ২০০০ মিনিটের বেশি হয়ে থাকে।

এপ্রিল মাসের তথ্য প্রদান করে কমস্কোর জানায়, এই মাসে কানাডীয় জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ অনলাইন ব্যবহার করেছে। এছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সে ৬২ শতাংশ, জার্মানিতে ৬০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৫৯ শতাংশ এবং জাপানে ৫৭ শতাংশ লোক অনলাইন ব্যবহার করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী ইন্টারনেটের বিভিন্ন জনপ্রিয় ও সামাজিক ওয়েবসাইট যেমন ফেসবুক, টুইটার ও ইউটিউব ইত্যাদি ব্যবহারেও কানাডীয়রা এগিয়ে আছে।

কানাডায় গুগলের কান্ট্রি ডিরেক্টর ক্রিস ও’নেইলের বরাত দিয়ে কানাডিয়ান প্রেস জানায়, কানাডীয়রা ইউটিউব ব্যবহারের দিক থেকে প্রায় উন্মাদ।

কানাডিয়ান প্রেসের রিপোর্ট অনুযায়ী কানাডার ৩ কোটি ৪ লাখ লোকের মধ্যে ২ কোটি ১ লাখ লোক প্রতি মাসে ইউটিউবে ঢু মারে (visit) ।

ইন্টারনেটে ভিডিও দেখার বেলাতেও এগিয়ে কানাডার লোকজন। প্রতি মাসে গড়ে ১৪৭ জন লোক ইন্টারনেটে ভিডিও দেখে, যেখানে যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ১০০।

কানাডার মোট ১ কোটি ৭ লাখ লোকের সামাজিক ওয়েবসাইট ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, যা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

কানাডায় টুইটার ব্যবহারকারীর সংখ্যাও ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। কানাডার পপ তারকা মাত্র ১৬ বছর বয়সী জাস্টিন বেইবারের টুইটার অ্যাকাউন্টেও তার ৬৪ লাখ অনুসারী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।